কবিতা : চঞ্চল নাঈম


বর্ষাপত্র লিখি


ঘুমের ভিতর বর্ষাপত্র লিখি। স্কুল বন্ধ, কলেজের রাস্তা ভেজা, প্রেমিকার হৃদয় বর্ষায় ভরে। অনুভূতি মিশ্রিত কী দীর্ঘতমা দুঃখপত্র লেখা হয়? বর্ষার কলহ লেখা হয়? বৃষ্টির সহস্র ফোঁটা ফোঁটা শব্দে জাগে আধোদৃশ্য দুঃখস্বপ্ন! আজ প্রেম কেবল ইঙ্গিতে পুষ্পধারে আর শত শত প্রশ্নে দূরতম আলোপাত সহোদরা। চন্দ্রকরোটির অভুক্ত প্রহরা জড়িয়ে রয়েছে পরিচিত মুহূর্তেয়। বৃষ্টির বিরামচিহ্ন অবিরল প্রশ্ন আর মৃদু বর্ষণে বিবর্ণা! অবিরত ফুল ঝরে বৃষ্টির উত্তরে। তবু কিছুটা অসাবধানে নিভৃতে অজস্র প্রেমপত্র লিখি। জীবনের আলোকবর্ষের প্রশ্নপত্র লিখি। আরো হৃদয়ের অন্ধকারে সরল উত্তরপত্র লিখি।

No comments:

Post a Comment