বিনয় কর্মকারের বৃক্ষ বিষয়ক কবিতা


বৃক্ষের শোক 


কেউ একজন বলে উঠলেন --- কাঠ!
একজন মিস্তিরির চোখে ভেসে উঠলো অস্পষ্ট একটা বন-- ঘরের ছবি, দরজা- জানালা...
একজন ফার্নিচার নির্মাতার সামনে এসে দাঁড়ালো;
দোলনা-খাট, ইজিচেয়ার-টেবিল কত কী...
একজন নৌকা নির্মাণকারীর চোখে- আপসোস নিয়ে ভেসে গেলো পালতোলা দৃশ্যাবলী; একজন কলম্বাস, একটা জাহাজ।
একজন গৃহিণীর মনে পড়লো লাকড়ি চুলায় ভাতের কথা।

একজন গোর-খোদকের সামনে কেউ এসে রেখেগেলো একটা রঙিন কফিন!

একজন শ্মশানকর্মী, ইশারায় একটা লাশ পোড়ানোর দৃশ্য দেখালেন।

আর-আমি দেখলাম যিশু আর ক্রুশ; দুই-ই রক্তাক্ত।  
 
[] []

বৃক্ষ ভ্রমণ


এ-প্রাণ সতেজ হয়ে উঠলে; এখনো নিজেকে ভাবি জীবিত।
অথচ-- সবুজ শষ্যক্ষেতে;
কারা যেনো ছড়িয়ে দেয় স্থবিরতার কীটনাশক।

গতিবিদ্যার সমাধি পূজারী দল-কি  কখনো খেয়াল করে?
যে বটগাছটা বামে রেখে বাড়ি থেকে বের হলাম;
ফেরা পথে, সে-গাছটাই ডানে পড়ে!

 [] []

বেহায়া


বৃক্ষের গায়ে পেরেক ঠোকা, ঝুলে থাকে প্রতিপাদ্যের ফেস্টুন; 'গাছ-ই প্রকৃত বন্ধু'।
আর---ফিটনেসহীন গাড়িওয়ালার দাবি 'নিরাপদ সড়ক চাই'!

ভোটের প্রচারণায় যে-দিন থেকে ফুলের মতো পবিত্র বলে শ্লোগান এলো;
সেদিন থেকেই প্রেমিকার উপমায়, ফুল সংক্রান্ত শব্দমালা নির্বাসিত।

আইনের কথা বলবেন?
দেয়ালে জরিমানার অংক বসিয়ে দেখেছি; বন্ধ হয়নি বেহায়া প্রস্রাবের স্রোত!
[] []

No comments:

Post a Comment