হামিদুল ইসলামের বৃক্ষ বিষয়ক কবিতা


গাছ


এসো গাছের জন‍্যে আজ হাঁটি সারা সকাল 
গাছ আমাদের বন্ধু 
বন্ধুর জন‍্যে উৎসর্গ করি কিছুটা সময়। কিছুটা খোলামেলা অবসর  ।।

চলো পেরিয়ে যাই শরতের আকাশ 
দুষিত পরিবেশ দূরে সরাই 
বীজ পুঁতি  গাছ লাগাই। বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলি সারা বিশ্বময়  ।।

গাছ আমাদের অক্সিজেন দেয় 
দেয় সুশীতল ছায়া 
গাছ থেকে পেয়ে যাই অষুধ। আগামীর মহতী  সম্ভাবনা  ।।

গাছেরা এখন ঋতুমতী 
পোয়াতি পোয়াতি সুবাস সারা শরীরময় 
মা হওয়ার উদগ্র বাসনা কেবল অকপট চেনা ডাকনামে  ।।

তবু আমরা গাছ কাটি 
রক্তাক্ত করি পৃথিবীর মাটি 
কবরের নীচে আজও আর্তনাদে ভরে ওঠে গাছেদের কচি কচি মৃত ভ্রূণ ।।

অনুতাপে বস্তাপচা জলে ডুবিয়ে রাখি বিবেক 
ডুবুরি হই 
মৃত ভ্রূণ ছুঁয়ে দেখি অবিকল তোমার অবয়ব। আমার মৃত ছায়া  ।।

হে গাছ !
তুমি বন্ধু হও 
হও প্রাণের গভীরে প্রাণ। হও প্রাণ ছোঁয়া চিরন্তন আলপনা  ।৷

No comments:

Post a Comment