প্রণয়ের কাটাকাটি
বৃক্ষ থেকে শুষে নেবো তোমারই অনুগ্রহে
এক ফর্মার উষ্ণতা
অনুভবে বিশিষ্ট সরল পানপাতা
চুন খসে এলায়িত গান, পত্রসিক্ত
এবং কেউ স্তনের কোমল সংগ্রহে প্রথম পদেই আচ্ছন্ন
শরীর বাষ্পের পরিণত আয়োজন
ধীরে ধীরে ভুলভ্রান্তি মৌন নিরুত্তর --
অভিনন্দনের নানান মাত্রিক প্রশ্ন সবিস্তার লিপিবদ্ধ
দিকভ্রান্ত নিশ্চয়তা শিরার গোপন সূচে যেন ব্যতিব্যস্ত
ফুলের কলহে কত-শত কাটাকাটি প্রণয়ের অবয়ব
ভ্রাম্যমাণ বৃক্ষ হয়ে এখনো নিকট
ধাপে ধাপে উদ্বোধন ফের গাঢ় নির্বাক উষ্ণতা
চঞ্চলতা বিভাজন, সুদূরের কিছু সুখ-সঙ্গে
শুধু রাতারাতি তোমাকেও যত্রতত্র নির্বিকার মেলে ধরি
আর হইচই করি স্তব্ধতার শূন্যতা প্রাধান্যে।
কাঁটাবন
এতোটাই দূরে বৃক্ষ
নিকটের কেউ তবুও থাকে না যেন
তুমি শব্দটির অদ্ভুত দৃষ্টির বাস্তবতা অজস্র বৃক্ষের হৃদয় বোঝেনি
দূর থেকে নিজের ভেতর আসে হরপ্পার চাঁদ
শোঁ শোঁ হাওয়ায় ভরে হৃদবিদ্যুৎ
কাঁটাবন - সন্ধ্যায় স্বভাবে কোলাহল, সিগারেট ধোঁয়া
অবাধ্য মুহূর্ত
তবু তুমি থেকে কিছুটা সাবধানে দুঃস্বপ্ন লুকিয়ে
অন্ধতার ভয়াবহ অস্থিরতা থাকে
কাঁটাবন তুমি থেকে বেরুতে পারে না
কেবল ইঙ্গিতে কাছাকাছি থাকে।
তুমি শব্দটির অদ্ভুত দৃষ্টির বাস্তবতা অজস্র বৃক্ষের হৃদয় বোঝেনি
ReplyDeleteভালো লাগলো কবিতাগুলো
ReplyDelete