পাবলো নেরুদার বৃক্ষ বিষয়ক কবিতা


গাছটি এখানেই, এখনো বিশুদ্ধ পাথরে


গাছটি এখানেই এখনো বিশুদ্ধ পাথরে
গভীর সাক্ষ্য, কঠিন সুন্দর
লক্ষ লক্ষ বছরের স্তর থেকে স্তরে
অ্যাগেট, কর্নেলিয়ান, জেমস্টোন
বৃক্ষ ও বৃক্ষরস নির্বাক করে রেখেছে
যতক্ষণ না স্যাঁতস্যাঁতে দুর্নীতি
গাছের গুঁড়িতে প্রবেশ করেছে
সমান্তরাল অস্তিত্ব বেড়ে উঠছে
জীবন্ত পাতা, নিজেদের ঝরিয়ে দিয়েছে
যখন খুঁটি উল্টে দেওয়া হয়
অরণ্যে আগুন, ধুলির মেঘের দাবদাহ
মহাজাগতিক ভষ্মের আচ্ছাদন ঘিরে ফেলেছে
তখন থেকে সময় ও লাভা, এই উপহার সৃষ্টি করেছে-
আলোকসঞ্চারী প্রস্তর।


|| অনুবাদঃ আন্দালীব রাশদী ||

No comments:

Post a Comment