বর্ষা সংখ্যা: ফুয়াদ হাসান


আত্মজৈবনিক 


আমার জীবনে কোন বৃষ্টি নেই, আষাঢ়-শ্রাবণ নেই, বর্ষাকাল নেই, আমার জীবনে কোন কদমফুল নেই, নদী নেই, জোয়ার-ভাটা নেই, ডিমওয়ালা মাছ নেই, কপিলা নেই...
আছে শুধু বন্যা-জলোচ্ছ্বাস ও এক-একটি ভয়ঙ্কর বজ্রপাত 


মাছরাঙা 


মাছরাঙা ফিরে এসো
সরোবর কোথায় পালালো
জেলেমাঝি ফিরে এসো 
নদীরা শুকিয়ে গেলো
কোথায় হারালো বল
রুপালি-মাছের ঘাই-সুর
টেবিলে হাসছে আজ
একঘেয়ে ফার্মের মাগুর

নদীর জোয়ারে বিষ
সম্ভ্রমহারা পোয়াতি ইলিশ 
হারানো দিনের সোনা
খুন হলো মাছপোনা
ছুড়েছিল কিশোর কখন পুকুরের চোখে ঢিল
ছোটমাছ, বড়মাছ, সব মাছ..
নিয়ে গেল বিদ্যুৎ-জালের চিল

মাছরাঙা ফিরে এসো
সাঁতার শিখুক ছোটমাছ
মাছরাঙা, তোমাকে বোকা বানাক


মৎস্যবন্ধ্যা নদী


মাছের আঁশটে সন্ধ্যায় মৎস্যবন্ধ্যা নদীবুকে 
হাঁটছি, ভাবছি এখানে এমন কবে থেকে

বালির বদ্বীপে গাঙচিল খোঁজে পুটির ফসিল যত্রতত্র ছড়িয়ে রয়েছে কাঁটা, লেজ, মাথা... লুপ্তযুগের শুভ্রভালুক ডিমটুকু খেয়ে 
বরফবাকলে রক্তমরিচাদাগ রেখে গেছে বুঝি! 

হাতির শুঁড়ের মতো শ্বাসমূল বের করে 
শেষবার জগতের ঘ্রাণ নেয় ম্যানগ্রোফমন 
চারিদিকে লবণের সফেদ আচ্ছাদন 


পরিচিতি - ফুয়াদ হাসান:
জন্ম : ২ নভেম্বর ১৯৭৯ সাল; ধূরুং, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর।  পেশা : শিক্ষকতা।
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।

প্রকাশিত গ্রন্থ :
মানুষ মানুষ নয় হোমোসেপিয়ানস (২০০৪, বলাকা);
রাফখাতার কাটাকুটি (২০১০, তেপান্তর);
অ্যা জার্নি বাই অ্যাম্বুলেন্স (২০১৮, বাঙ্ময়);
কাঁটাতারে কারাগারে (২০২১, বেহুলাবাংলা)।

No comments:

Post a Comment