হিম ঋতব্রত এর বৃক্ষ বিষয়ক কবিতা


একুশে বৈশাখ চোদ্দোশো সাতাশ 


বারবার মাটির কাছে যাই—
যাই বৃক্ষের কাছেও
নিজেকেই করি রোপণ
মাটিতেই জন্ম আমার—মাটিতেই মরণ।


সুদর্শনা


আঙিনায় শাখা ম্যালা সুদর্শনা উদ্ভিদ 
টবে গুঁড়ো মাটি
পাতার সবুজে ঝরা জল—
চোখে লেগে থাকে আপনার! 

মৃত্যুর পূর্বে ও পরে— প্রথম ও শেষ চাওয়া আমার—
একটি সুদর্শনা উদ্ভিদ হব...

8 comments: