প্রত্যাশিত চাঁদের প্রতি
প্রত্যাশিত চাঁদের প্রতি আহ্বান,
অসময়ের কথা, অসংজ্ঞায়িত সম্পর্কের শিকড় ধরে জন্ম নেওয়া অভিমান যেন বিলীন করে দেয়।
অপ্রত্যাশিত মুুহূর্ত, ফুলের একত্রে ফুটে থাকার দিন।
মার্বেল চোখে—
শতাব্দীর সুন্দর রাতগুলো
তৃপ্তির সাথে সঙ্গমরত।
আহবান,
ভোরের পাখির প্রতি।
পৃথিবীর বুকে জমে যাওয়া শ্যাওলা,
আমাকে অভিযোগ দিয়ে লাভ নেই, সুরে—বেসুরে
আমি থাকি না!
আমি দুঃখে থাকি, বিশ্লেষণে থাকি
কথাবার্তা ছেড়ে বাঁচি, বাঁচতে গিয়ে বারবার মরি।
যেন অদৃশ্যমান কারফিউ।
প্রত্যাশিত চাঁদের প্রতি— আনকোরা দৃষ্টিভঙ্গির আহবান।
নিস্তব্ধতা ভাঙতে ইচ্ছে হচ্ছে আমার।
যেন রাতের বুকে ঝলমল করে আলো।
বিনিময়ে— কৃতজ্ঞতা দিতে পারি!
এটুকুর অভাব এখানে, যা আমি দিতে চাচ্ছি।
No comments:
Post a Comment