রীতা ইসলাম

নোনা জলের শশী


পূর্ণ-শশী'র ঘ্রাণ গলে-গলে পড়ছে তোমার চুলে
আফিম কাঁদছে, জায়গা ছেড়ে দিয়ে।
সমস্ত রাত শুষে নেয় যদি ঘ্রাণে'র মাদকতা
তুমি-আমি নামবো নোনা-জলে;
চলো সমুদ্রে যাই—ধুয়ে দিতে আকাশ
আলোর সাম্পান ডুবিয়ে, শঙ্খ বাজাই!

No comments:

Post a Comment