কালো মানুষ বিষয়ে শ্রেষ্ঠ কবিতা

Photo: Jare Ijalana – Nigeria

আফ্রিকার এক শিশুর লেখা একটা কবিতা যা ২০০৫ এর শ্রেষ্ঠ কবিতা হিসেবে নির্বাচন করা হয়েছিলো। উপরের ছবিটি প্রতীকী৷
কবিতাটির বাংলায় অনুবাদ এমন:

যখন আমি জন্ম নিলাম, আমি কালো;
যখন আমি বেড়ে উঠলাম,আমি কালো।
যখন আমি সূর্যের তাপে অবস্থান করি,
আমি কালো;
যখন আমি অসুস্থ,আমি কালো।
যখন আমি মৃত,
আমি কালো।
আর তুমি সাদা সহচর,
যখন জন্ম নেও,
তুমি গোলাপি;
যখন বেড়ে উঠ,
তুমি সাদা;
যখন তুমি সূর্যের তাপে অবস্থান করো,
তুমি লাল।
যখন তুমি শীতল আবহাওয়া তে থাকো,
তুমি নীল;
যখন তুমি ভীত,
তুমি হলুদ।
যখন তুমি অসুস্থ,
তুমি সবুজ;
আর যখন তুমি মৃত,
তুমি ধূসর।
আর তুমি কিনা আমাকে বল কালারড।

• তাপস মল্লিকের ফেসবুক পোস্ট৷

No comments:

Post a Comment