রাগীব আবিদ রাতুল : নির্জন সময় নিবেদিতায় বন্দী হচ্ছে

নিবেদিতা ০১


নিবেদিতা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম।কথাটি বলা হয় নি সেদিন।অপরিচিত মানুষ মুখোমুখি হলে অল্প কথায় যেমন কথোপকথোন ফুরোয়, আমাদের কথাটাও হয়তো সেদিন ফুরিয়ে যেত; কিন্তু সেদিন কথাটি না বলাতে, কথার আঙ্গুল ধরে আমি হাটতে হাটতে যাযাবরের মতো; যাযাবরের মতো হলেও কিন্তু —উদ্দেশ্য রয়েছে নিবেদিতা, একটি সফল কথোপকথোন আমাদের মাঝে, সাথে হাসি বিনিময় হবে সামান্য। অপরিচিত থেকে পরিচিত গল্পের আয়নায় মুখোমুখি হবো আমরা। নিবেদিতা,একটা পূর্ণাঙ্গ জীবনের মতো কথোপকথন বড্ড প্রয়োজন আমাদের।


নিবেদিতা ০২


নিবেদিতা, গত সোমবার গাঢ় নীল হিজাব আর নীল রঙের সেলোয়ার কামিজে; আপনাকে নীলপদ্ম মনে হয়েছিলো। আমার ব্যক্তিগত আকাশের নীলিমায়— আপনার আনাগোনা বেড়েই চলেছে,আকাশটা ঘন ঘন পরিবর্তন হচ্ছে, কখনো মেঘ জমে জমে; তবে অন্ধকার নয়,নীলান্ধকার বলা যেতে পারে তাকে, কখনো শরতের নীলেও।
কষ্টের রঙ নীল বলে জেনেছিলাম, নিবেদিতা।
বর্তমানে আমার সুখ দুঃখের পার্থক্য খুজে পাচ্ছি না, দুটোই নীল রঙের শরীক হয়েছে।


নিবেদিতা ৩


নিবেদিতা, আজ ঘুম থেকে জেগে উঠবার পর থেকে, গতকালের সমস্ত দিনরাত্রির মুহূর্ত গুলো —আমার চারপাশে পায়চারি করছে। আজকের সকালের কোমল রোদে— গতকালের রোদের
গন্ধ পাচ্ছি, আজকের আকাশের রঙেও গতকালের আকাশটা; দুপুরের অবসরে আপনাকে যখন দেখেছিলাম গতকাল; আজ না দেখেও  ঠিক ওই
সময়ে; আপনার উপস্থিতি আমি বারবার কামনা করে যাচ্ছি। সমস্ত সময়ের সাথে গতকালের মিল খুজে পাচ্ছি, আমাদের মিলনের প্রয়োজন অনুভব করছি, তেষ্টা পাচ্ছে গতকালের মতো।


নিবেদিতা ৪


নিবেদিতা, আমি নিত্যদিন
নিয়মিত দিনরাত্রির কাজ সেরে ঘুমোতে যেতাম;
কথাটি এখন অতীতে দেখা এক পরিচিত দৃশ্যের
অবিকল। আপাতত আমার সময়ের সাথে
নিয়মের— ব্যবধান অহেতুক বেড়ে যাচ্ছে। অহেতুক শব্দটা নিজের ব্যর্থতা লুকাতে সতর্কতার সাথে সচেতন মনেই ব্যবহার করেছি। আপনার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সময়ে হাওয়া বদল। ‘নিবেদিতা,আপনার জন্য আমার নিবেদিত প্রাণ’ এই দীর্ঘ শিরোনামের মুখোমুখি হওয়াটা এবার জরুরি আপনার।
এই দীর্ঘ শিরোনামে সময়ের ঘুড়ি উড়ছে।


নিবেদিতা ০৫


নিবেদিতা, আমি দন্ত্য ন এর সামনে এসে পড়লেই ডেজাবুর কবলে পড়ি। যেমনটা নদীর কাছে আসলেই আপনি ভাবনার স্রোতে ভাসিয়ে নিয়ে যান। নীল রঙ নজরে পড়লেই আপনি নীল হিজাবে আমার মস্তিষ্কে একটি প্রতিরূপ তৈরি করে যান। নীরবতায় আনমনে হলেই আপনি ভাবনায় উপস্থিত হন।নির্জন সময় নিবেদিতায় বন্দী হচ্ছে, দন্ত্য ন তে এসে থেমে যাচ্ছে।


নিবেদিতা ০৬


নিবেদিতা, নিদ্রাহীন একটা রাত কতটা দীর্ঘ হতে পারে আপনি বলতে পারেন? যদি তার সাথে অপেক্ষা জড়িত থাকে; তবে তা আরো দীর্ঘতর হয়ে উঠে,আপনি জানেন না। নিঃস্ব হওয়া মানুষের  ও বেচে থাকার আশ্রয় হিসেবে একটা ক্ষুদ্র আশা প্রয়োজন।  আপনাকে পাবো পাবো বলে চিৎকার; আমার মধ্যরাত্রির নিঃসঙ্গতা বারবার মৃত্যুর কবল থেকে ফিরে এসে হাটুগেড়ে বসে। আপনি আছেন এতটুকু জেনেই একটা আশ্রয় পেয়ে যাই বারবার, আমার  রাত্রি এক সহস্র এক আরব্য রজনীর মতো দীর্ঘায়ু হয়েছে আপনার ভাবনায়।

1 comment:

  1. মাশাল্লাহ।দোয়া ও শুভকামনা রইল।

    ReplyDelete