আলাদা গাছ
ডালিম গাছের পাশে
আরেকটি গাছ
কী যেন নাম
নিভৃতে আঁধারে
নিজের মতো
আমার পছন্দ
ওকেই
বাগান
প্রাচীন স্থাপত্যশৈলী অনুভব করছি:
এভাবে
বিকেলের নিচু আলোয়
তাকে
বাগানে পেয়েছিলাম।
গাছের সঙ্গে সুখ-দুঃখ
শেয়ালের চিৎকারের মধ্যে তাকে ভালবেসেছি
স্নান করিয়েছি।
তারপর?
বরফের ভিতর কঙ্কাল না কঙ্কালের ভিতর বরফ :
যুৎসই কোন উত্তর ছাড়াই
ভালমন্দ অগ্রাহ্য করে
রাস্তার ওপাশে রংধনুর দিকে কুয়াশা পাঠিয়ে
কাদা মাখিয়েছি
ঘৃণা করেছি।
তারপর?
ঘুমোনোর ভান করে তার অন্ধ নক্ষত্রগুলোকে
তাপ দিয়েছি
শাস্তি দিয়েছি।
তারপর?
তারপর
জলের প্রবাহ জলের অনিষ্ট।
বাগানের নিজস্ব ইচ্ছে আছে, সাঁতার আছে।
ব্যাথার ওপর ফুলগুলো ফুটে আছে
বিস্মিত হয়ো না
দেখো ফুটে রয়েছে ফুলগুলো
হাসিখুশি
বোকামিতে ভরা
আমার নির্জন ছায়া আমাকে কটাক্ষ করছে
বিশাল শাশ্বতের সামনে।
আলাদা গাছ!
ReplyDelete