অয়ন সাঈদের বৃক্ষ বিষয়ক কবিতা


নদী ডট কম


স্যার জগদীশ চন্দ্র বসু- আপনার মূর্ত-অবয়ব 
কুঠারের চোখে এখনো ওম শান্তি ওম বলে
-থাক! থাক! গাছেরও প্রাণ আছে

আপনার ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে
আরেক ডাইমেনশনে জেগে উঠি
কাঠ-পালঙ্কে এখন আমার ঘুম আসে না

অলৌকিক শোনা যায়- "গাছেরা মানুষের সম্পদ হলে
ক্রমিক নং ভেসে ওঠে ছিনার ছাল তোলা সভ্যতার
ত্বকে ক্রমশ ছয় ঋতুর গণনা মুছে যায় মরা বাকলের মতো খুলে"

যেমন বালুর অভিবাসন প্রকল্পে
নদী ডট কম ব্রাউজ করতে করতে
হারিয়ে যাচ্ছে বনলতার চুলের থেকে পাটগন্ধের গ্রাম।

No comments:

Post a Comment