রফিকুল নাজিমের বৃক্ষ বিষয়ক কবিতা


অদলবদল খেলা


শুনো মানুষ- চলো একবার অদলবদল খেলি
তুমি না হয় গাছ হয়ে যাও ডালপালা সব মেলি,
আমিও না হয় মানুষ হয়ে একটা জীবন কাটাই
তোমার মত বারুদ বুকে লোভের বাগান সাজাই।

মানুষ তুমি গাছের মতো মাটি ফুঁড়ে দাঁড়াও
ফুলে ফলে নত হয়ে তোমার হাতটা বাড়াও।
আমিও হাতে কুড়াল নেবো মানব জনম পেলে
তোমার মূলে করবো আঘাত আমি হেসেখেলে।

সকল আঘাত সইতে পারবে বৃক্ষ হলে তুমি
যেমন আমি চুপটি করে ব্যথার চরণ চুমি!
ভাবছো তুমি- গাছটা হলে ছিঁড়বে কাটবে সবে,
অযুত আঘাত বুকে নিয়েও কেমনে নীরব রবে?

বলছি শোনো 'মানুষ তুমি- সৃষ্টির সেরা প্রাণ,'
আত্মঘাতীর মতো নিজের কলিজায় দাও টান!
অদলবদল না চাও যদি লোভের জিহ্বা কাটো
গাছের সাথে পৃথিবীর পথে যুগল জীবন হাঁটো। 

No comments:

Post a Comment