বৃক্ষের ভালবাসা
যে বৃক্ষ পথিককে ভালবাসে
ঝড়-ঝাপটায় আহত হলেও
সে দমে যায় না
নিজেকে সতেজ রেখে
নীরবে নিভৃতে পথিকের
প্রাণ জুড়িয়ে যায়....
এটাই বৃক্ষের ভালবাসা।
যে চাঁদ বৃক্ষকে ভালবাসে
আকাশের দুষ্ট মেঘের ভেলায়
তার আলো বিঘ্নিত হলেও
সে থেমে যায় না
সারারাত ক্লান্ত বৃক্ষের ডালে
জোছনা ছড়িয়ে যায়....
এটাই চাঁদের ভালবাসা।
তবু বৃক্ষ বলে, হে প্রিয় চাঁদ-
যখন বুঝবো তুমি বিপথে
আলো ছড়িয়েছো
তখন সমস্ত প্রাপ্তি ফেলে
জোছনা থেকে সরে সরে
অন্ধকারে ফিরে যাবো...
কখনো জানতে চাইবো না
আমায় কষ্টে ভেজালে কেন?
No comments:
Post a Comment