মোস্তফা হামেদী'র কবিতা : নিঝঝুম


সব কেমন নিঝঝুম মেরে আছে
বাইলা মাছের চলার শব্দেও কেঁপে ওঠে গাঙ
এই রোদের দুপুরে মন চায় পিরীত করি পানির লগে
গলা ডুবাই ভাটি বাংলার গানে
আমাদের সমস্ত মধু যেন সে চক্রে জমা
সিঁদল ভর্তায় ভাত খেয়ে বসে থাকবো গাঙের কিনারে
হাওয়া খাব—
সে হাওয়ায় দূর দেশের গন্ধ মাখানো
যেখানে কোনোদিন যাই নাই
আমার না যাওয়ারা এমন ঘন
একলা এক হিজল গাছের তলে—
আসমান নীল রঙে চুবায় গতর
তলপেটে ছিত্তিছান মেঘ মনোবাসনার মতো ভাসে।
আমি ছুঁই তারে মনে মনে ৷ তার থেকে
আমার ভিতরে অনেক রোদ চুঁইয়ে চুঁইয়ে পড়ে
ঝিলকায় ঢোল কলমির পাতা।
আমি তারে রাঙাই, আমারে রাঙায় সে
আমার নিরালায় খ্যাও মারে কে—এই নিঝঝুম রোদের দুপুরে?

No comments:

Post a Comment