এক্সপেরিমেন্টাল লেখা প্রসঙ্গে বিখ্যাত লেখক পেন ওয়ারেন-এর বক্তব্য

প্যারিস রিভিউ : এক্সপেরিমেন্টাল লেখালেখি সম্পর্কে আপনার কি মত? বিশের দশকে সাহিত্যে যে এক্সপেরিমেন্ট হয়েছে তা তো খুব প্রশংসিত; জেমস জয়েসের লেখা, টি. এস. এলিয়টের লেখা তো এক্সপেরিমেন্টাল?

পেন ওয়ারেন : এক্সপেরিমেন্টাল লেখা আবার কি? জেমস জয়েস কোনো এক্সপেরিমেন্টাল লেখা লেখেননি, তিনি 'ইউলিসিস' লিখেছেন। টি. এস. এলিয়ট ' দি ওয়েস্ট ল্যান্ড' লিখেছেন। যখন আপনারা একটা জিনিস ঠিক ধরতে পারেন না, তখনই তাকে এক্সপেরিমেন্ট বলে ফেলেন; এটা চাপাবাজির একটা অভিজাত শব্দ।

No comments:

Post a Comment