পরজীবী / ইউসুফ মোল্লা


তালার মধ্যে থাকা লোহাটা ভাবে
আমি বন্ধ হয়ে থাকলাম চিরকাল
কিন্তু যখনই চাবি হাতে তুমি আসো
বন্ধ তালা খুলে প্রাণ পায় লোহা-চাবিটা। 

ভাত রাঁধতে গিয়ে একটু জল কম ছিল
চোখের নোনা জল পড়ে 
রান্নাটা সুস্বাদু খাবারে পরিণত হলো। 

বঁটি দিয়ে মাছ কাটতে গিয়ে
বৌ-টার আঙুল কিছুটা কেটে গেলো
দু'টো রক্ত এক হয়ে গিয়ে
রান্নার ঝোল বড়ো লাল দেখাচ্ছিল।

No comments:

Post a Comment