অরূপরতন ঘোষ-এর কবিতার বই ‘লং ড্রাইভ’ থেকে কবিতা


পুরী সিরিজ


এখন বাড়ির ছায়া
এখন বছরের মাঝামাঝি প্রায়,
চাল থেকে ময়াল বেরিয়েছে
এমন কি স্নেহটুকু হারিয়েছে বিস্তারিত।
ময়াল এঁকেবেঁকে চলে গ্যাছে ক্ষেতে..
যথেচ্ছ দূতের মতো
আমিও তার পিছনে গিয়েছি,
দেখেছি সমুদ্রতীর
বসবাসযোগ্য হয়ে উঠছে ক্রমশ।


জয়তী


যেন চাঁদ আলগা দিচ্ছে
এমন গভীরভাবে পড়ে নিচ্ছো সিঁদুর।
ছিটকালো লাল রং।
তাকাচ্ছো মানুষের দিকে যাতে মেঘ
ও মেদুর মিলে যায়। কেক-মোমবাতি-টুন
ি আলো
কুচোনো বাঁধাকপি ঢুকছে রান্নায়।
এমন আতপের দিনে
আমাকে সহ্য করো
আমি এই সমগ্রতার অংশ হতে চাই।


লং ড্রাইভ


সমুদ্র অগ্রবর্তী, সূর্যোদয় নিকটে। এমন তন্নিষ্ট বাতাসে
আজ প্রিয় ফুলেদের গান...

১.
এই যন্ত্রের ভিতর
সরল ও অভিসারী এক বিক্ষেপ ধরা পড়ে
রং...
বৃষ্টি...
আলো কমে আসার সময়
তোমাকে আর্তি নাম্নী মহিলা মনে হয়।

২.
যেরকম টেবিলে পড়েছে,
অপর্যাপ্ত শীত পড়েছে খৈরীর জলে।
এমন বনের আলোয়
আজ প্রস্তাবিত পথ হয়ে আছে
য্যানো বা তোমরা আসবে টাওয়ারের দিকে
সামান্য আলস্যহেতু
চক্রাকারে ঘনিয়ে উঠবে উল।

No comments:

Post a Comment