মুক্তি মণ্ডলের কবিতাঃ ফুলের পরাগ


এত মানুষের সঙ্গে তুমি মেশো কথা বলো
তবু তুমি একলা মানুষ
সুন্দর তোমাকে গুম করে রাখে
পাতাদের শিরায় রোদ উঠলে
তুমি শিহরিত হও
ফুল ঝরে পড়া নৈঃশব্দ্যের মতো
অনেক ব্যথা তুমি বয়ে বেড়াও
কেউ জানে না সেসব
রাত্রে তুমি ঘুমের ভেতর বরফের টুকরোর মতো
পড়ে থাকো
অবচেতনে তোমাকে ছুঁয়ে থাকে ফুলের পরাগ

No comments:

Post a Comment