নিমাই জানা

নিরাসক্ত চাঁদগ্রামের কলঙ্ক পাঠ


তরল চাঁদের দ্রাব্যতা মাপতেই ব্রততী গোলাপ আমার ঊষর নাভিদেশ ছুঁয়ে যায়

কাঁটার পাহাড় দিয়ে নেমে আসে সমান্তরাল বাঁশপাতা ও অশ্বারোহী,
এই তরল বিছানার ওপর আমি ও আমার অশরীর পরস্পর বল্কলহীন থাকি বারোমাস

বিষধর সাপ হয়ে ক্রমশ ছুটে যাই কলঙ্করেখার দিকে , ধীরে ধীরে গিলে ফেলি ধারালো চাঁদের বিভাজিকা স্তর

আমি ক্রমশ ক্ষতবিক্ষত হওয়ার পর শ্রীহীন কার্বোনেটেড ফসফরাস গলায় ঢালি সায়ানাইড সুক্ষতায়
দুটি অলিন্দে গভীর রাতের কোন চাঁদ আমাকে শুদ্ধ রাখতে পারেনা ,
ক্রমশ পিচ্ছিল হয়ে যাই নিরাসক্ত প্রেমে

ব্রাহ্ম আলোয় আমি ক্রমশ মৃত মাছের পাখনা হয়ে উড়ে যাই পাহাড়ের দিকে
শরীর ও পর্ণমোচী হয়ে পড়ে

No comments:

Post a Comment