খালিল জিবরান

পূর্ণ চাঁদ
অনুবাদ : আন্দালিব রাশদী


শহরের ওপর সগৌরবে পূর্ণ চাঁদ উঠেছে
সে-শহরের সব কুকুর চাঁদের দিকে তাকিয়ে
ঘেউ ঘেউ শুরু করেছে।
কেবল একটি কুকুর ঘেউ দেয়নি, ভারি গলায় সে
অন্যদের বলেছে, ‘ঘেউ ঘেউ করে তোমরা তার
মুখ থেকে নির্জনতা খসাতে পারবে না
কিংবা তোমাদের ডাকে চাঁদ পৃথিবীতে নেমে আসবে না।’
তখন অন্য কুকুরেরা ঘেউ ঘেউ থামাল, নেমে
এলো ভয়ংকর নির্জনতা। কিন্তু যে-কুকুর
তাদের সাথে কথা বলেছে, বাকি রাত
নির্জনতার জন্য ঘেউ ঘেউ চালিয়ে গেল।

1 comment: