অনুবাদ : আন্দালিব রাশদী
অশ্বারোহীরা আরো কাছে এসে গেছে
ড্রাম পিটিয়ে সমতলে আঘাত করে
নেহাই-এর ভেতর শিশুর
দুচোখ বন্ধ তখন।
জলপাই গাছের ভেতর দিয়ে তারা আসে
ব্রোঞ্জ স্বপ্ন, জিপসি
উঁচু ক’রে থাকা তাদের মাথা
তাদের চোখ আধেক খোলা।
কেমন করে পেঁচা ডাকছে
দেখো, শাখার ওপর ডাকছে
একটি শিশুর আঙুল ধরে
আকাশের মধ্য দিয়ে চাঁদ চলে গেছে।
কামারের নেহাই-এ জিপসিরা
চেঁচাচ্ছে আর কাঁদছে
বাতাস পাহারা দেয়, আর পাহারা
বাতাসের প্রহরায় থাকে।
No comments:
Post a Comment