চোখের নিচে চাঁদ
পথ ভুলে যাই হলুদ বাতি দেখে৷
রাত কি ফুরিয়ে যায়নি তবে!
শহর ঘুরে এলাম
কারও সাথে দেখা হয়নি৷
যেমন হয় না তোমার সাথে
বহুদিন৷
কার পাশে ঘুমিয়েছি
মনে থাকে না৷
দাড়ি বড় হয়ে যাচ্ছে৷
সামান্য বাতাশেই বুক কেঁপে ওঠে৷
রাতের চোখজুড়ে
হলুদ আলোর ঝড়৷
জাগছে চোখের নিচে চাঁদ
আর ক্ষুধা বেড়ে যাচ্ছে৷
No comments:
Post a Comment