বাকিলা
আপনে'র আপন ৷
স্থান- মান ৷
বাইরে গেলে, সম্বল ৷
ফেরত এলে, অনুভব অম্বল ৷
শুধু'ই ভাবি- ভালো-লাগা, ভালোবাসা ৷
মন ভরে তার- উত্তরোত্তর বৃদ্ধি সঞ্চালন পাশা ৷
প্রথম, শেষ ঠিকানা- ঐ ৷
জীবন তারে সঁপে, স্বপ্নে'র সাথে- শুই ৷৷
অরাজ
দেখা'র সসীম দেখেও অসীমে'র দাগ ৷
মুছে-না, মুছে-না, মুছবে-না খাক ৷
আ-মৃত্যু'র কর্ষণ ভেঙ্গে, জাগবে-না পাখি ৷
পাপ আর- পাপারাজ্জি এক সুতো'র খাকি ৷
সহ্য আর- ধৈর্য কানামাছি খেলা'র ঘাঁটি ৷
প্রতিবাদ'- এর ভাষা- পরিত্যক্ত খামে বন্দি ৷৷
মানবিক সর্বত্র
দিবা-নিশি যার ভ্রম সাঁই !
তারে কী- দিয়ে, ঠেকাই ?
এক-দিকে'র আদা- অন্য-দিকে বাটে !
ঝাঁঝে'র ফুৎকার- নিজে'র অঙ্গে'ই মাখে ৷
জ্বালা আর- ভালা'র পার্থক্য-টা বুঝে-না, হয়-তো ৷
তবু- সংসার, সারাৎসার ঐ কেন্দ্রে'র মানবিক সর্বত্র ৷৷
No comments:
Post a Comment