ভয়সমগ্র - ৩৯ / সোমনাথ বেনিয়া


যেখানে আশ্রয়, সেখানে সংশয়ের ঝরনা নয়, প্রিয়
সোঁদা গন্ধের পরিবেশে ছাদ রঙিন স্বপ্ন ...
সেই কান্না দেখোনি, লেগে আছে ভিটেমাটির গায়ে
মাটি টানে, আন্তরিকতায় শেকড়-বাকড় শরীরে জড়ায়
কোথায় রাখবে মাথা, নিরাপদ বলেই না গৃহ ...
হুমড়িয়ে পড়বে কেন সে যে শরীরের ঘামে সিক্ত হয়
গলিঘুঁজি ধরে খুঁজে নিতে পারো আপন আলয়
নীড় দেখোনি, উড়ন্ত ডানার বিশ্বাসে বরাভয় ছায়া
হৃদয় মুক্ত হলে গুমঘরের ঠিকানা ইতিহাস
একচিলতে আকাশ নেমে আসতে পারে মাটির প্রমে
নিছক কল্পনায় বিরুদ্ধ কথার জাল কেন বুনে চলেছো ...

No comments:

Post a Comment