বর্ষা সংখ্যা: রাগীব আবিদ রাতুল


মিলনের নতুন পতাকা


বাহিরে ঝড়-বৃষ্টি-বাতাস ক্রমাগত,
এলোপাতাড়ি বাতাস আর বৃষ্টি,
ভিতরে শুধু তুমি আর আমি,
বারান্দায় ছিটেফোঁটা বৃষ্টির আগমন।
ঝড়ের শব্দ ও শঙ্কিত আবহাওয়ায়,
কাছাকাছি দুজন দু'জনার, 
এই দমকা হাওয়ায় শীতলতা আকা,
এরই মাঝে উষ্ণতা হয়ে, 
জেগে থাকি একে অপরের গভীরে।
ধীরে ধীরে আমাদের সময়ে ঝড় আসে,
কাছে আসা আরও জোরালো হয়,
দুটি প্রাণ মিশে যায় অন্ধকারে।
এরপরে —দমকা হাওয়ায় আরও কাছে,
যেখানে ব্যবধান শব্দের শেষ দেখা যায়।
পরক্ষনেই ঝুমবৃষ্টি; প্রশান্তি,
সময়ের পিঠে বসে থাকে,দুটি তৃষ্ণার্ত পাখি৷
বৃষ্টি—দুটি মনে জাগিয়ে তুলে আশা,
যেখানে ফিরে  আসে প্রণয়ের ভাবনা,
দূরত্বকে দূর করে কাছে আনে প্রেম,
বৃষ্টি দান করে মিলনের নতুন পতাকা৷
 

No comments:

Post a Comment