যতই নামুক নয়াজল
বহুদিন আগে দেখেছি যখন
বর্ষার নয়াজল
মন নাচত ময়ুরের মতন
রাতদিন উচ্ছল৷
গাঙ পারে ঘর, ছিল বহু ভয়
তবু ছিপটি হাতে
নিয়ত মিতালি ছিল বরাবর
ঐ নদীটির সাথে৷
পুঁটি, খলসে, ফলুইয়ের সাথে
বৃষ্টির চেনা ছাট
সাঁতরাত এসে নদীর কিনারে
মাঠে দুলত পাট৷
মেঘেরা জমলে ঘন কালো হয়ে
দিন বলত ডেকে—
সূর্যকে আমার এভাবে তোমরা
আর রেখো না ঢেকে৷
এখনও বৃষ্টি একভাবে নামে
কিন্তু সেদিন কই
চারদিক জুড়ে ঘরবাড়ি শুধু
যেন নৌকার ছই৷
কাচের জানালায় বৃষ্টি এখন
সুন্দর ধারাপাত
যতই নামুক নয়াজল তার
শূন্য আমার হাত৷
No comments:
Post a Comment