বৃষ্টির দিনে
গলির মোড়ে জলের তোড়, পথে ডেকেছে বান। মোড়ের মাথায় শিমুল গাছ, করছে জলে স্নান।
দোকান দোরে জমেছে ভিড়, একটু মাথা বাঁচা।
ঝমর ঝামর বৃষ্টির সুর, ভিজছে বসার মাচা।
রোদ্দুর আজ মেঘে ঢাকা থাক,আজকে তার ছুটি ।
খুলেই দেখো জল ভরেছে, তোমার হাতের মুঠি।
কাগজ-কলম জল হয়েছে, জানালাটা যখন ভিজে। দূরে একা দাঁড়িয়ে বকুল, ভিজছে সেও নিজে।
আরাম করে কামার শালা,নেহাই হয়েছে চুপ।
বর্ষা- বাদল থেমেছে যদিও, জল ঝরে টুপটুপ।
বাতাস মন্দ চামর দোলায়, ভিজছে বাজার নিজে। ধুতি-পাঞ্জাবি, কাপড়-চোপড় একশা হয়েছে ভিজে
বাতাস ঠেলে উঠেছে ঝড়, ছড়িয়ে-ছিটিয়ে ডাল। নতুন হয়েছে পুরনো দৃশ্য, নতুন হালচাল ।
আমি বসে আছি, দুচোখ জুড়ে বহুদূর চেয়ে পথ। ভেজা বাঁকে ফিরে এলো বুঝি, তোমার আশার রথ।
No comments:
Post a Comment