মার্ক শাগালের শিল্পী হওয়া অথবা কীভাবে শিল্পী হলেন মার্ক শাগাল?

ততোদিনে রাস্তার সমস্ত নোংরা গালিগালাজ আমি শিখে গেছি, কিন্তু 'শিল্পী' নামক অবাস্তব, কাব্যিক ও হেঁয়ালিপূর্ণ শব্দটা আমার পুরো শহরে কেউ একবারও উচ্চারণ করেনি।

তারপর একদিন আমার বন্ধু আমার ঘরে ঢুকে আমার আঁকা ছবিগুলো দেখে বললো, “আরে! তুই তো দেখি সত্যিকারের শিল্পী!”

আমি তখন ভাবলাম, “তাহলে তো আমি প্রস্তুতই! এবার তো শুধু ভালো দেখে একটা আর্ট স্কুলে ভর্তি হতে হবে, তাহলেই আমি শিল্পী হতে পারবো!”

আর এভাবেই আমার মায়ের আমাকে একজন কেরানি বানানোর সব স্বপ্ন আমি ভেঙে চুরমার করে ফেললাম।

–মার্ক শাগাল, আমার জীবন।

No comments:

Post a Comment