চাঁদ
আমার মনখারাপ হলে
আমি চাঁদের সাথে কথা বলি,
আমি চাঁদের বন্ধু নয়
কিন্তু চাঁদ আমার বন্ধু।
চাঁদের আশেপাশে
আমার অসংখ্য আত্মীয়রা
তারা হয়ে আছে,
আমি তাদের কথাও চাঁদকে বলি।
চাঁদের মনখারাপ হয় না
নেই চাঁদের ক্লান্তি,
অথচ চাঁদ কোটি মানুষের প্রশান্তি।
চাঁদ নিয়ে ছোটবেলার ভাবনা;
রাতে আমি হাঁটলে চাঁদও আমার সাথে যায়
আমি দাঁড়ালে চাঁদও যেন দাঁড়িয়ে যায়।
No comments:
Post a Comment