‘লেখা মানে ঈশ্বর সাধনা’ – বললেন রাণা রায়চৌধুরী


লেখা মানে ঈশ্বর সাধনা, এটা আমি জেনেছিলাম ভাস্কর চক্রবর্তীকে লেখা প্রয়াত কবি সুব্রত চক্রবর্তীর একটি চিঠি থেকে। সুব্রত লিখেছেন, "ভাস্কর, আমি অনেক দিন কবিতা লিখতে পারছি না, লিখতে ইচ্ছে করছে না, ভাবছি লেখা থামিয়ে দেব, কিন্তু থামাতে পারছি না কমলদার কথা মনে রেখে।" (কমলদা মানে কমলকুমার মজুমদার) কমলকুমার সুব্রতকে বলেছিলেন— লেখা বন্ধ কোরো না— কারণ, লেখা মানে তাঁকেই ডাকা, স্মরণ করা। ভাস্করদার কাছে এই চিঠি শুনে আমি বেশ আনন্দিত হয়েছিলাম— কারণ, যেহেতু তখন আমি ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়েছি বিটি রোড ধরে শ্যামবাজারের দিকে।

No comments:

Post a Comment