ভয়সমগ্র - ৩৪ / সোমনাথ বেনিয়া


এই ব‍্যথা বুঝতে তবে ভয়ের ব‍্যথা উধাও হয়ে যেতো
যে মনঃকষ্ট দুটো অন্ন পেতে সাহায্য করে তাকে ঘৃণা নয়
ছিটকে সরে যাওয়ার আগে কিছু প্রশ্ন নির্মল মনে ভাবো
এখানে অন্ধকার আছে বলে রঙিন জীবন আনন্দলিপি
বিনোদন নিজেকে সাজিয়ে বুকের ভিতর পাথর রেখে ...
হিমশীতল হতাশার নুড়ি যে আবেদন রাখে তা মূল‍্যহীন
এই না বোঝার উদাসী মনোভাব না রাখলে প্রেম সহজ ...
কৌতূহলের পরিধির ভিতর ম্লান হাসির ছটা অল্প-বিস্তর
যেখানে নিজের ভালোলাগার স্বার্থে আঘাত অচেনা আসে
দেখেছো হয়তো বহুবার, আলোচনা হয়তো বহুবার, উপায়
দান ফিরিয়ে নাও, সামনে যেন দানের অধিকার থাকে
যদি বোঝো রঙ ধুয়ে গেলে সাদা রঙ রঙের নিরপেক্ষ নয় ...

No comments:

Post a Comment