রাষ্ট্রযন্ত্র ধুয়ে ফেলি, আসুন বন্ধুগণ
কি সব বিচ্ছিরি চারিদিকে কদাকার
নষ্ট, দুর্গন্ধ ছড়াচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা
কতোগুলো শকুনরূপি প্রতিদিন গিলছে
দুর্বলদের উপার্জিত অর্থ, মৃত মানুষের হাড়-গোড়
বীভৎস, ক্লেদাক্ত পথ; কোথাও নেই সজীবতা
আষ্টেপুঁজ চারিদিকে পচন; রাষ্ট্রগহ্বরে-
যারাই ছিলো মুক্তবিহঙ্গ, বাকদীপ্ত প্রজ্ঞাবান
রাষ্ট্র চেপেছে গলা; জেলে গেছেন তারা
আসুন বন্ধুগণ,
ধুয়েফেলি রাষ্ট্রযন্ত্র
পচন ধরা বু্দ্ধিভিত্তিক আমলাতান্ত্রিক জটিলতা
অহেতুক মানববন্ধন কিসে
কিসের বক্তৃতা, সভা-সমাবেশ?
দলে দলে একত্র হই
দুহাতে তুলে নিন মশ্চেইজার ওয়াশিংপাউডার
আসুন বন্ধুগণ,
পাক-সাফ করি নষ্ট রাষ্ট্রযন্ত্র
বোধহীন মানুষের গু
চোখে পিঁচুটি এঁটে আজ অন্ধ সেজেছে যারা।
No comments:
Post a Comment