চাল দাও নৈলে মৃত্যু : রোমেল রহমান


আশা রাখি দেখা হবে আবার আগের মত
আবার রাস্তাঘাটে বারবার দেখা হবে
এইটুকু আশা নিয়ে বেঁচে থাকা দরকার
খিদেটাকে মেরে যদি বেঁচে যাই ঠিক
বেঁচে গেলে কাঁদবো জড়িয়ে গলা
এই যে ক্ষুধার দিন
ভয়াবহ হাহাকার
বেঁচে থাকা নিয়ে ভয় তার চেয়ে ভয়ানক 
নিরন্নতার ভূত!

চাল নেই ঘরে চাল চাই চাল দাও
মুখপোড়া চুলো কালিমেখে বসে আছে
তারচেয়ে গাঢ় গভীর পেটের খিদে
চাল নেই ঘরে মৃত্যুতে ভয় কিসে?
চাল চাই চাল দাও নৈলে রক্ত ঢালো

আশা রাখি দেখা হবে
যদি বাঁচি শেষমেশ
খিদেটাকে খেয়ে বেঁচে থাকা যায় যদি
দেখা হবে ঠিক চাল যদি পেয়ে যাই!

No comments:

Post a Comment