দুইটি কবিতা : তুষার ভট্টাচাৰ্য


ভালবাসার অভিধান


যার কৃষ্টিতে ভালবাসার কোনও 
গোপন অভিধান নেই
ডানার আড়ালে লুকিয়ে রয়েছে
শুধু ঘৃণার আগুন,
তার কালো ওড়নায় আমি
জড়িয়ে দেব হলুদ
মোম জোছনার আলো
আর নীরবে শোনাবো
আলতা মাখা ফরসা পায়ের নুপূর শব্দ l


দেখা নেই


বহুকাল দেখা নেই তবু ভালবাসা জেগে আছে
রাত্তির ঝরা শিশিরের শব্দের মত
বুকের গভীরে নিশিরাত-দিন;
ফাগুন আগুন ভোরে 
পলাশ, কৃষ্ণচূড়ার ডালে ডালে আনমনে
কুহু কুহু ডেকে যায় বসন্ত কোকিল;
বহুকাল দেখা নেই
শুধু ভালবাসা -স্মৃতিটুকু বেঁচে আছে
বুকের গভীরে অমলিন৷

No comments:

Post a Comment