আগুনে পুড়িয়ে দিচ্ছে আমায়
যজ্ঞের ওম মাথায় ছুঁয়ে উঠে বসি
এত দীর্ঘ ঘুম , না বলতেই ভেঙে গেল হঠাৎ ...
তারপর কী খবর তোমার ? ভালো আছো? আজ ই চলে যাবে? বসো না এখানে দু দন্ড। সব ভালো থাকা ভাগ করে নিই।
শুনেছি পুড়ে যেতে যেতে মানুষ পবিত্র হয় ।
তাহলে কী আমাদের গল্প করা, চুপচাপ হেঁটে চলা
তোমাকে ছুঁয়ে থাকা বর্ষার ঘন মেঘ, মুষলধারে জল নামা-
এইসব পুড়িয়ে দেব?
এসব ছাড়া কীভাবে বাঁচব
ওদের দিকে না তাকালে ,
আয়নায় নিজের দিকে তাকাতে পারবো ?
পাপ আমাকে ঘিরে ধরছে
পবিত্র আমাকে অপবিত্র করে ছাড়ছে।
তোমার বিষে পুড়বো না আর: কথা দিচ্ছি
জ্বর সমস্ত স্মৃতি হালকা চালে সরিয়ে নেবে।
শিকড়ের কাছে গিয়ে বসো
দেখবে একদিন ঠিক গাছ হয়ে উঠবে।
তোমাকে জল দিতে দিতে কেউ
মৃত্যুকে জীবন দেবে।।
তখনো তোমার মন খারাপ থাকবে ...
চলে যাবার সময় করবী ফুল রেখে যেও
পাথরের দিকে পিছু ফিরোনা
ঈশ্বর সেখানে পোশাক বদলাবেন।
No comments:
Post a Comment